ধর্মীয় উগ্রতা বনাম লোক-আধ্যাত্মিকতা
ইসলামী সভ্যতা হাজার বছর ধরে এই দ্বন্দ্ব দেখে আসছে।
ইসলামী সভ্যতা হাজার বছর ধরে এই দ্বন্দ্ব দেখে আসছে।
আল্লাহ ধ্বংসাত্মক কাজে লিপ্তদেরকে ভালবাসেন না।
’ওয়ানম্যান নিউজরুম’ স্বাধীন ও প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার তিন বছর মেয়াদী একটি নিরীক্ষা। সর্বোচ্চ সম্পাদকীয় স্বাধীনতা বজায় রাখতে কোনো ধরণের নিবন্ধন ও বিজ্ঞাপনমুক্ত; সম্পূর্ণভাবে ব্যক্তিগত বিনিয়োগ ও প্রতিষ্ঠানিক অনুদানে পরিচালিত। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যাডওয়ার্ড আর মুরো অ্যাওয়ার্ডস-২০২১ এবং টেলি অ্যাওয়ার্ডস-২০২৩ জয়ী বাংলাদেশি সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা শরীফ খিয়াম আহমেদের স্বপ্রণোদিত এই প্রকল্পটি বাংলাদেশের সংবিধানে প্রদত্ত ব্যক্তিস্বাধীনতাচর্চার ক্ষমতাবলে এককভাবে পরিচালিত অ-বাণিজ্যিক সংবাদমাধ্যমের সমস্যা ও সম্ভাবনা যাচাই করছে।
সবার মতামত ও পরামর্শ কাম্য
তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার উৎকর্ষতা সুবাদে এখন কোনো সাংবাদিক কি চাইলে একাই এমন একটি সংবাদমাধ্যম গড়ে তুলতে পারেন, যেটি প্রয়োজনীয়? নির্ভীক, নিয়ন্ত্রনমুক্ত, স্রেফ সততা ও বস্তুনিষ্ঠতার প্রতি দায়বদ্ধ সাংবাদিকতার স্বার্থে এই প্রশ্নের জবাব খুঁজছে ওয়ানম্যান নিউজরুম।