এপ্রিলে ঢাকার মিরপুরে হযরত শাহ আলী বোগদাদীর (রহ.) প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে পাশপাশি বসে আছে অন্তবর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। ১১ এপ্রিল ২০২৫। ছবি: ওয়ানম্যান নিউজরুম
নিউজম্যান, ঢাকা, বাংলাদেশ
মাত্র পাঁচমাস আগে, গত এপ্রিলে ঢাকার মিরপুরে হযরত শাহ আলী বোগদাদীর (রহ.) প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এসে সেখানে গানের আসর নিষিদ্ধ জেনে বিষ্ময় প্রকাশ করেছিলেন অন্তবর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। মাজার কর্তৃপক্ষকে এ জাতীয় ‘হঠকারী কাজ’থেকে বিরত থাকারও আহবান জানিয়েছিলেন তিনি। মাজারকে বাংলাদেশি সংস্কৃতির অংশ হিসেবেও উল্লেখ করেছিলেন উপদেষ্টা। নীচের সংবাদচিত্রে দেখে নিন তাঁর বক্তব্যের অংশবিশেষ।
আরো পড়ুন:
হুমকিতে হাজার বছরের আধ্যাত্মিকতাচর্চা, রেহাই পায়নি মাজারের গাছও
শাহ আলী মাজারে সংবাদ সম্মেলন শনিবার।


এখানে আপনার মন্তব্য রেখে যান