মসজিদে নববী
খ্রিষ্টীয় পঞ্জিকা মতে ইসলাম ধর্মের প্রবর্তক মহানবী হযরত মুহম্মদ (স.) -এর ওফাত দিবস আজ। তিনি ৬৩২ খ্রিস্টাব্দের ৮ জুন (১১ হিজরী সালের ১২ রবিউল আউয়াল) সন্ধ্যায় বর্তমান সৌদি আরবের মদিনায় নিজ স্ত্রী আয়েশার ঘরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানাযার পর সেখানেই তাকে দাফন করা হয়। পরবর্তীতে উমাইয়া খলিফা প্রথম ওয়ালিদের আমলে মসজিদে নববীকে সম্প্রসারণ কালে মুহাম্মদ (স.)’র রওজাটিও সম্প্রসারিত এলাকার ভেতরে নিয়ে নেয়া হয়।
মক্কা নগরীর কুরাইশ বংশের বনু হাশিম গোত্রে জন্ম গ্রহণকারী মহানবী (স.) প্রচলিত ধারণা মতে, ৫৭০ খ্রিস্টাব্দের ২৯ আগষ্ট আরবি রবিউল আওয়াল মাসের ১২ তারিখ জন্মেছেন। প্রখ্যাত ইতিহাসবেত্তা মন্টগোমারি ওয়াট তার পুস্তকে এই সালের উল্লেখ করেছেন; তবে প্রকৃত তারিখ উদঘাটন সম্ভবপর হয়নি বলে জানিয়েছেন।
মোহাম্মদ, মুহম্মদ বা মুহাম্মেদ পরিচিত মহানবী (স.)-এর পূর্ণাঙ্গ নাম আবু আল-কাশিম মুহাম্মাদ ইবনে ʿআব্দ আল্লাহ ইবনে ʿআব্দ আল-মুত্তালিব ইবনে হাশিম। তিনি ইসলামের কেন্দ্রীয় ব্যক্তিত্ব। মুসলিম বিশ্বাসমতে তিনি আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী। যার উপর ইসলামী ধর্মগ্রন্থ ‘আল-কুরআন’ অবতীর্ণ হয়েছে। অমুসলিমদের মতে তিনি ইসলামী জীবন ব্যবস্থার প্রবর্তক।
![]() |
| রওজা |
আরো পড়ুন :
স্মরণে আজ আলীর শাহাদাত



এখানে আপনার মন্তব্য রেখে যান