৩১ আগস্ট ২০১৪ – গুগল প্লাসের এই গ্রাহক পাতার অনুসরকারী ছিলেন মাত্র ১৬২ জন আর মোট দর্শন সংখ্যা ৩১ হাজারের কিছু বেশী। গত আড়াই বছরে হিসেবটা বেশ বদলে গেছে। আজ ২ জানুয়ারি ২০১৭ – পাতার অনুসরকারী আছেন দুই হাজার ২২০ জন আর মোট দর্শন সংখ্যা ২৫ লাখ ৭৬ হাজারের বেশী। এ পরিসংখ্যান কিছুটা অবাক করেছে বৈকি।


এখানে আপনার মন্তব্য রেখে যান