প্রয়াত হুমায়ুন আজাদ শওকত ওসমানকে বলতেন ‘অগ্রবর্তী আধুনিক মানুষ’। আর আহসান হাবীবকে তিনি বলেছেন – ‘প্রথম প্রকৃত আধুনিক কবি।’ মজার বিষয় হচ্ছে, আজ হতে ঠিক শতবর্ষ আগে (২ জানুয়ারি ১৯১৭) একই দিনে জন্মেছিলেন বাঙলা সাহিত্যের এই দুই নক্ষত্র। আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি তাদের।
ধর্মীয় উগ্রতা বনাম লোক-আধ্যাত্মিকতা
ইসলামী সভ্যতা হাজার বছর ধরে এই দ্বন্দ্ব দেখে আসছে।


এখানে আপনার মন্তব্য রেখে যান